সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চাঁপাইনবাবগঞ্জের নাচোলের উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ও সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাসকে চাঁদাবাজির মালায় জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।
রোববার (৩ নভেম্বর) বেলা ১১টায় নাচোল থানার একটি মামলায় নাচোল আমলি আদালত ২ এর বিচারক মোসা. ইসিতা শবনামের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তারা। পরে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ আদালত পুলিশ পুরিদর্শক সুকোমল চন্দ্র দেবনাথ। এর আগে ২০ অক্টোবর নাচোল থানায় মামলাটি দায়ের করেন ফতেপুর ইউপির মারকৈল গ্রামের এস্তাব আলী। মামলায় মোট ২৬ জন আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৪ মে সকাল ১১টার দিকে ফতেপুর ইউপির মাড়কৈল গ্রামে আব্দুল কুদ্দুসের আমবাগানে বাদীর নিকট আব্দুল কাদের চাঁদা দাবি করেন। বাদী চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে আব্দুল কাদেরের হুকুমে অন্যান্য আসামিরা ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। বাদী চাঁদা দিতে আবারও অপরাগতা জানালে অন্যান্য আসামিগণ বাদীকে হত্যার উদ্দেশ্যে জখম করে এবং আম বাগানের ক্ষতি সাধন করে।
পুলিশ পুরিদর্শক সুকোমল চন্দ্র দেবনাথ জানান, বিচারকের নির্দেশে আব্দুল কাদের ও রয়েল বিশ্বাসকে কারাগারে পাঠানো হয়েছে।
আরএ