সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নাটোরের গোপালপুরে রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি ট্রেনে কাটা পড়ে রাশিদা বেগম (৪৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (৩ নভেম্বর) সকালে সাড়ে ৭টার দিকে লালপুরের গোপালপুরের নারায়ণপুর বিহারীপাড়া রেলগেট সিগন্যালের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশিদা বেগম উত্তর লালপুর এলাকার মো. মহসিন আলীর স্ত্রী।
স্থানীয়দের বরাতে ঈশ্বরদী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বলেন, এক আত্মীয়ের মৃত্যুর খবরে দেখতে যাচ্ছিলেন রাশিদা বেগম। গোপালপুরের নারায়ণপুর বিহারীপাড়া রেলগেট সিগন্যালের পাশে পৌঁছালে রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
তিনি আরও জানান, রাশিদা বেগম একটু কম শুনতেন, ট্রেন আসার শব্দ তিনি শুনতে পাননি। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে বলে তিনি।
আরএ