সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
খুলনায় গরু ও মুরগির মাংস নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও মাছের দাম ঊর্ধ্বগতি। বন্যা ও অতিবৃষ্টির কারণে মাছের দাম কমে যাওয়ার কথা থাকলেও তার কোনো প্রভাব বাজারে পড়েনি।
শুক্রবার বাজারে গিয়ে দেখা যায়, কাতলা মাছ ২৮০ থেকে ৫০০ টাকা করে কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া চিংড়ি মাছ ৭০০ থেকে ১০০০ টাকা, পাঙ্গাস মাছ ১৮০ থেকে ৩০০ টাকা ও রুই মাছ ২০০ থেকে ৩৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। যা এক মাস আগেও কেজিতে ৩০ থেকে ৫০ টাকা কম ছিল।
এদিকে কমেছে মুরগির দাম। বয়লার মুরগি ১৮০ থেকে ২০০ টাকা, কক ২৮০ থেকে ২৯০ টাকা, লেয়ার মুরগি ৩০০ থেকে ৩৪০ টাকা, হাঁস ৫০০ টাকা করে কেজি বিক্রি হচ্ছে।
অপরদিকে খাসির মাংস স্থিতিশীল ১১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আরএ