সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনের দুই কর্মচারীর বিরুদ্ধে এক কর্মকর্তাকে মারধর ও অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। অন্যত্র বদলি করার অজুহাতে এই হামলার ঘটানো হয় বলে অভিযোগ তোলা হয়। এ ঘটনায় দুই জনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
আটককৃতরা হলো, ইলেকট্রিক ফিটার ওয়াদুদ মৃধা (৩৬) ও এপিপি রফিকুল ইসলাম রতন (৫০)।
এ ঘটনায় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়।
রেলওয়ের উপ-সহকারি প্রকৌশলী (বিদ্যুৎ) মুহাম্মদ আল মামুন লিখিত অভিযোগে উল্লেখ করেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশে ওয়াদুদ ও রতনকে গত মাসে আখাউড়া থেকে চট্টগ্রামে বদলি করা হয়। বদলির জন্য তারা আল মামুনকে দোষারোপ করতে থাকেন। বৃহস্পতিবার দুপুরে তারা অফিসে এসে আল মামুনকে মারধর করেন ও অফিসে ভাঙচুর চালান।
এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন খন্দকার বলেন, ঘটনার সাথে জড়িত দু’জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাঁধা দেওয়ার দায়ে আখাউড়া রেলওয়ে থানায় মামলা হয়েছে।
আরএ