সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যৌথ বাহিনীর অভিযানে ৬০৭ পিস ইয়াবাসহ খাইরুল আলম লেবু (৩৮) নামের এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এর আগে বুধবার (৩০ অক্টোবর) রাতে তাকে আটক করা হয়েছে। ওই মাদক ব্যবসায়ী খামার আন্ধারীঝাড় গ্রামের মৃত আমির হোসেনের পুত্র।
পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনা সদস্য ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে ৬০৭ পিস ইয়াবাসহ তাকে আটক করে। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।
এলাকাবাসী জানায়, খাইরুল আলম লেবু দীর্ঘদিন ধরেই ইয়াবার ব্যবসা করে আসছিল।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, আটক খাইরুল আলম লেবুর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
অ