সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাঙামাটি পৌরসভার উদ্যোগে শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে অভিযান উপলক্ষে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
এসময় উপস্থিত ছিলেন- রাঙামাটি পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরীন সুলতানা, নেজারত ডেপুটি কালেক্টর মো. শামীম হোসেনসহ প্রশাসন ও পৌরসভার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
পরিচ্ছন্নতা অভিযানে বক্তারা বলেন, রাঙামাটি একটি পর্যটন এলাকা। এখানে প্রতিদিন দেশ-বিদেশের প্রচুর দর্শণার্থী ভ্রমণ করেন। তাদের মাঝে পরিচ্ছন্ন শহর উপহার দেওয়ার জন্য সকলকে সচেতন থাকতে হবে। নিজের আঙ্গিনা, দোকানের সম্মুখ পরিষ্কার রাখতে হবে। যেখানে-সেখানে ময়লা আবর্জনা ফেলা যাবে না। নির্দিষ্ট সময় মেনে পৌরসভার ডাস্টবিনগুলো ময়লা ফেলার আহ্বান জানান বক্তারা।
আরএ