সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল, পরিবহন বাস ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে শাওন মিয়ার (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় সজীব মিয়া নামে আরও একজন আহত হয়েছেন। আহত সজীবকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার সময় ভাঙ্গা উপজেলার মাধবপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন ভাঙ্গা উপজেলার মাধবপুর গ্রামের এমারত মিয়ার ছেলে।
এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মোহাম্মদ আবু ছালে জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে নিহত ও আহতকে উদ্ধার করি। দুর্ঘটনার সময় পিকআপটি খাদে পড়ে যায়। পিকআপটি রেকার দিয়ে তুলে হাইওয়ে থানায় নিয়ে আসি।
তিনি আরও জানান, পরিবহন বাসটি পালিয়ে গেছে। মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএ