সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভাঙ্গা সিনিয়র সহকারী জজ আদালতের আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন ফরিদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার।
বুধবার (৩০ অক্টোবর) বিকেলে ভাঙ্গা আইনজীবী সমিতি ভবনের ২য় তলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার জানান, ভাঙ্গা চৌকি আদালত একটি ঐতিহ্যবাহী আদালত। তিনি আইনজীবীদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান। দেশের বিচারপ্রার্থীরা যাতে হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি আরও জানান, আইনজীবী ও বিচারকদের সম্মিলিত প্রচেষ্টায়ই জনগণের সেবা নিশ্চিত হবে। জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে সবারই কাজ করতে হবে।বর্তমানে বড় সমস্যা হচ্ছে মামলা জট। জট কমিয়ে মামলা দ্রুত শেষ করলে জনগণ ভোগান্তি থেকে মুক্তি পাবে। আমরাও মুক্তি পাবো। তিনি ভাঙ্গা আদালতের জায়গা রক্ষার জন্য আইনজীবীদের সচেষ্ট থাকার আহ্বান জানান। ভাঙ্গা চৌকি আদালতের সদরপুরের সহকারী জজের শূন্য পদ অচিরেই পূরণের আশ্বাস দেন তিনি।
মো. জিয়া হায়দার বলেন, ভৌগোলিক দিক দিয়েও ভাঙ্গা গুরুত্বপূর্ণ। পদ্মাসেতু, রেলসেতুসহ খুলনা, বাগেরহাট ও বরিশালের যোগাযোগের কেন্দ্রবিন্দু ভাঙ্গা। ভাঙ্গা আজ ভাঙ্গা নয়, মনে হয় সিঙ্গাপুর।
ভাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি মহম্মদ আব্দুল মান্নান মিঞার সভাপতিত্বে সভা পরিচালনা করেন ভাঙ্গা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান খান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অশোক কুমার দত্ত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম এ সাঈদ, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. তসরুজ্জামান, ভাঙ্গা সিনিয়র সহকারী জজ আদালতের সিনিয়র সহকারী জজ শফিকুল ইসলাম, সহকারী জজ মো. আরিফ হোসাইন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ফরিদপুর আইনজীবী সমিতির সভাপতি আব্দুল কাদের মিয়া, ভাঙ্গা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জহুরুল হক মিয়া ও একরাম আলী সিকদার।
আরএ