সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শেরপুরে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ মাদক কারবারি দুই বোনকে আটক করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) সদর উপজেলার মুন্সিরচরে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানে সদর উপজেলার মুন্সিরচর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মাদকের ডিলার বাবুল মিয়ার স্ত্রী কাকলি আক্তার (৩৪) ও জামালপুরের সরিষাবাড়ীর বাউসী বাঙ্গালি ইজারাপাড়া গ্রামের কাবিল মিয়ার মেয়ে গার্মেন্টকর্মী কাকন আক্তারকে (২৮) আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন নাহিয়ানের নেতৃত্বে সদর উপজেলার মুন্সীরচর পশ্চিমপাড়ায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় শেরপুর জেলার মাদকের গডফাদার ওই এলাকার জামাল উদ্দিনের ছেলে বাবুল মিয়ার বাড়ি থেকে ৬ কেজি দুইশ’ গ্রাম গাঁজা, ৪৬০ পিস ইয়াবা, ২৮ গ্রাম হিরোইন, দুই বোতল বিয়ার, দুটি দেশীয় অস্ত্র (চাকু), নগদ সাড়ে চার লাখ টাকা ও ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়। তবে মূলহোতা বাবুল মিয়াকে না পেলেও তার স্ত্রী ও শ্যালিকাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে বাবুল মিয়ার স্ত্রী কাকলী আক্তার জানায়, তার স্বামী বাবুল মিয়া গত প্রায় ২০ বছর ধরে জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন এবং তারা পারিবারিকভাবেই মাদক ব্যবসায় জড়িত।
শেরপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিয়ান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে যৌথ অভিযানে দ্রুত ঘটনাস্থলে পৌঁছি আমরা। এসময় সদর উপজেলার মুন্সিরচর গ্রামের মাদক ব্যবসায়ী বাবুল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ বাবুল মিয়ার স্ত্রী ও শ্যালিকাকে আটক করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আরএ