সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজধানী ঢাকার শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি রনি আলমকে (৩০) মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০’র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।
এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার ছনবাড়ী চৌরাস্তার এক্সপ্রেসওয়ে এলাকা থেকে রনি আলমকে গ্রেপ্তার করা হয়। রনি আলম ঢাকার শ্যামপুর থানার উত্তর জুরাইন এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি।
প্রেস রিলিজ সূত্রে জানা গেছে, ৪ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে ছাত্রলীগ ও আওয়ামী সন্ত্রাসীরা রাম দা, হকি স্টিক, লোহার রড, লাঠি-সোটাসহ বিভিন্ন অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে রাজধানীর শ্যামপুরের জুরাইন এলাকায় এস. আহমেদ সিএনজি পাম্পে ব্যাপক ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় এক কোটি আট লাখ পঁচিশ হাজার টাকার ক্ষতি সাধন করা হয়। এছাড়াও সন্ত্রাসীদের ভাঙচুরে বাধা দিলে পাম্পে ম্যানেজারসহ একাধিক কর্মচারীদের মারধর করে।
পরে ম্যানেজার মো. খাইরুল আলম স্থানীয় লোকজনদের সহযোগিতায় পাম্পের আগুন নিভিয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন। পরবর্তীতে পাম্পের মালিক ও ম্যানেজার বিভিন্ন সিসিটিভির ফুটেজ যাচাই-বাছাই করে ৪৮ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ১০০-১৫০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এই মামলার শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি রনি আলম এজাহারনামীয় মামলার আসামি। আগামীকাল তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
আরএ