সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পটুয়াখালী-৩ আসনে নুরকে সমর্থন বিএনপির, যা বললেন রনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিতে যোগদান করে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে নির্বাচনে অংশ নেন আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনি। এবার সেই আসনে গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুরকে সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতা করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠেছে, এবার কি জোটের নেতা হিসেবে এই আসনে ভিপি নুর বিএনপির সমর্থন নিয়ে জোট প্রার্থী হচ্ছেন?
এদিকে খবরটি ফেসবুকে প্রকাশের পরপরই বিষয়টি সম্পর্কে অনেকেই সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনিকে প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন তার মতামত বা মন্তব্য। সে বিষয়ে গোলাম মাওলা রনি বলেন, বাস্তবতা হলো- বিষয়টি সম্পর্কে আমি কিছুই জানি না আর এটা নিয়ে আমার কোনো প্রতিক্রিয়াও নেই!
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী যা করেন তা সবই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে করেন। আর জনাব তারেক রহমান যা করেন তা নিজের ইচ্ছায় স্বাধীনভাবে করেন।
জনাব নুরুল হক নুরু দীর্ঘদিন থেকেই জনাব তারেক রহমানের প্রিয়জন এবং বিশ্বস্ত ব্যাক্তি। জনাব নুরু গোপনে এবং প্রকাশ্যে বিএনপির জন্য অনেক ঝুঁকি নিয়েছেন। বিএনপি একটি কৃতজ্ঞ দল এবং জনাব তারেক রহমানের কৃতজ্ঞতাবোধ সর্বজনবিদিত।
সুতরাং তিনি যদি তার দুঃসময়ের সহযোদ্ধা এবং একান্ত অনুগত ও বিশ্বস্ত মানুষকে কোনো কিছু দিতে চান তা অবশ্যই প্রশংসনীয়!
এফএইচ