সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঝিনাইদহের শৈলকুপায় ৫ হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ জাকারীয়াহ এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আলী রেজা ওরফে কালু ও মহসিন আলী।
মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ৪ ডিসেম্বর শৈলকুপার ত্রিবেনী গ্রামের মাঠে শেখপাড়া গ্রামের শহীদ খা, ত্রিবেনী গ্রামের শাহনেওয়াজ, একই গ্রামের ফারুক, নুরু কানা ও কুষ্টিয়ার ভবানীপুর গ্রামে কটাকে গুলি ও জবাই করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পরদিন শৈলকুপা থানায় ৩৬ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করে। ২০০৫ সালের ১ মার্চ ১৫ জনের নামে পুলিশ আদালতে চার্জশীট প্রদান করেন। এর মধ্যে চারজন মৃতুবরণ করেছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২ জনকে যাবজ্জীবন প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে কালু পলাতক রয়েছে।
এফএইচ