সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের সন্ত্রাসীদের লগি বৈঠার তাণ্ডবের প্রতিবাদে গাইবান্ধায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে গাইবান্ধা শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের আমির আব্দুল করিম সরকার।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলার সেক্রেটারি মাওলানা জহুরুল হক, সাবেক সেক্রেটারি আমিনুল ইসলাম, ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা সভাপতি মো. ওমর সানি, শহর জামায়াতে ইসলামীর আমির ফেরদৌস আলম ফিরোজ, ফয়সাল কবির রানা, ওবায়দুল হক, আবু হাসান, জোবায়ের আলী, ফররুক আহম্মেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল করিম সরকার বলেন, ২০০৬ সালে ২৮ অক্টোবর পল্টন ময়দানে লগি বৈঠার মাধ্যমে আওয়ামী লীগ সন্ত্রাসীরা হত্যাযজ্ঞ চালিয়ে অসংখ্য নেতাকর্মীকে হত্যা করে লাশের ওপর নিত্য করেছে। সেই হত্যাকারীদেরকে বাংলার মাটিতে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দিতে হবে। তিনি আগামী দিনে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আরএ