সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মাদারীপুরে শিক্ষর্থীদের নিয়ে তারুণ্য নির্ভর উন্নত ও সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা করা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরে মাদারীপুর সরকারি সমন্বিত অফিস ভবনের মাল্টিপারপাস হলরুমে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৪-২৫ অর্থবছরের আওতায় মাদারীপুর জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা ও মতবিনিময় সভা করা হয়েছে। এসময় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার।
মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান খানের সভাপতিত্বে আলোচনা ও মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক ঝোটন চন্দ, মাদারীপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শহিদুল ইসলাম মুন্সী, মাদারীপুর জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার রফিকুল ইসলাম, মাদারীপুর পাট উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর হোসেনসহ মাদারীপুর এর বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীরা।
অনুষ্ঠানে বক্তারা তারুণ্যনির্ভর উন্নত ও সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন।
এফএইচ