সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় জাহিদুল ইসলাম ও সাইফুল ইসলাম নামে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার রাত নয়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুরের নয়াবাড়ি এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম (১৮) সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়ার আলমগীর হোসনের ছেলে। সে বিকাশ মার্চেন্ট ট্রেডিং অফিসার ছিলেন। সাইফুল ইসলাম (১৯) একই এলাকার কামাল হোসেনের ছেলে। সে সরকারী তোলারাম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, জাহিদুল ইসলাম ও সাইফুল ইসলাম বিকেলে একটি মোটরসাইকেল দিয়ে ঘুরতে বের হন। রাত ৯টার দিকে বাসায় ফেরার পথে কাঁচপুরের নয়াবাড়ি এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি অজ্ঞাত যানবাহন তাদের মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে মহাসড়কে পড়ে গিয়ে ঘনাস্থলেই নিহত হন।
হাইওয়ে পুলিশের কাঁচপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, কোন গাড়ি তাদেরকে ধাক্কা দিয়েছে তা তদন্ত করে খোঁজে বের করার চেষ্টা চলছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে তাদের লাশ দাফনের উদ্দেশ্যে নিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এফএইচ