সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন, গত ১৬ বছরে অবৈধ নির্বাচনের মাধ্যমে মানুষের মৌলিক ও সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আর এজন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেতে পারে।
শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় মাদারীপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্য এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, আওয়ামী লীগকে একটি ধর্ম বানানো হয়েছিল। অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়াচীন-এই তিনটি ছিল এই ধর্মের ধর্মগ্রন্থ। এই ধর্মের পোষাক ছিল মুজিব কোট এবং ধর্ম পরিচালিত হতো একাত্তরের চেতনায়। একাত্তরের চেতনা দিয়ে দেশটাকে লুটপাট করেছে তারা। পদ্মা সেতু করতে গিয়ে অর্ধেক টাকা দেশের বাইরে পাচার করেছে।
তিনি আরও বলেন, আগে ছিল মাদারীপুরের মাটি শাজাহান খানের ঘাঁটি, এখন হবে মাদারীপুরের মাটি ছাত্র-জনতার ঘাঁটি।
ছাত্র-জনতার উদ্দেশ্যে সারজিস আলম বলেন, ব্যক্তি স্বার্থ বাদ দিয়ে একসঙ্গে কাজ করতে হবে। আর সবার আগে লেখাপড়াকে অগ্রাধিকার দিতে হবে।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অ