সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পিরেজপুরের ইয়াবা ও ফেনসিডিলসহ মো. আজগর আলী শেখ ওরফে ফুল মিয়া (৫৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছেন পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে জেলার সদর উপজেলার পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের নামাজপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আজগর আলী ওই এলাকার মৃত আনছার আলী শেখের ছেলে। রাতে ১২টার দিকে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ।
এতে জানা গেছে, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খাঁনের নেতৃত্বে ওই দিন রাত সাড়ে ৮টার দিকে একটি টিম অভিযানে যায়। এতে এই আজগর আলীকে ইয়াবা ও ফেনসিডিলসহ আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে দুই বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে তার বসতঘরের সামনের থেকে কালো রংয়ের জিপার থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃত জানায়, সাইফুল তাকে খুলনা ও সাতক্ষীরা থেকে ইয়াবা এবং ফেনসিডিল সংগ্রহ করে তার নিকট সাপ্লাই দিতো। আর সে তা পিরোজপুরের বিভিন্ন মাদক বিক্রেতাদের কাছে খুচরা বিক্রি করতো। আসামি এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
পিরোজপুর সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সোবাহান হোসেন বলেন, অটককৃত মাদক ব্যবসায়ীকে থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রযেছে।
আরএ