সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঢাকার সাভারে আগ্নেয়াস্ত্রের ১৭ রাউন্ড গুলি, জাল টাকা ও হেরোইনসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ অক্টোবর) তাদের আদালতে পাঠানো হয়। সোমবার (২১ অক্টোবর) রাতে পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- বরিশাল জেলার মুলাদী থানার কুতুবপুর এলাকার আবু সায়েম (৩০), পাবনার সদর থানার চর আশুতোষপুর বাসিন্দা সাইদ শেখ (১৯) ও সাভার পৌর এলাকার তালবাগ এলাকার বিল্লাল হোসেন (২৭)।
পুলিশ জানায়, রাতে সাভারের দক্ষিণপাড়া এলাকায় একটি বাড়ির পেছনের পরিত্যক্ত আবর্জনার স্তূপে খোলা অবস্থায় চায়না রাইফেলের ৭ রাউন্ড গুলি, শর্টগানের ৯ রাউন্ড গুলি ও গ্যাস গানের ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
একই রাতে সাভারের তলাবাগে অভিযান চালিয়ে ৫.৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় বিল্লাল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এছাড়া উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকা থেকে ৫৭টি জাল নোট উদ্ধার করা হয়। এ সময় আবু সায়েম (৩০) ও সাইদ শেখ (১৯) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, পৃথক তিন অভিযানে গুলি, জাল টাকা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। এরমধ্যে জাল টাকাসহ দুইজনকে ও হেরোইনসহ একজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
এফএইচ