সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মুন্সীগঞ্জে গত এক মাস ধরে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) টিকা সরবরাহ বন্ধ থাকায় সময়মতো টিকা দেওয়া যাচ্ছে না হাজারো নবজাতক শিশুকে। এতে শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে জানালেন স্বাস্থ্য কর্মকর্তারা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সরবরাহের অভাবে মুন্সীগঞ্জে টিকা গ্রহণের অপেক্ষায় থাকা ২৭০০ শিশু টিকা নিতে পারছে না। বারবার হাসপাতাল ও টিকা কেন্দ্র থেকে শিশুদের টিকা না দিয়েই ফিরিয়ে দেওয়া হচ্ছে। গত একমাস ধরে পেন্টা, পিসিবি, আইপি ও ওপিবি টিকার অভাবে শিশুদের সময়মতো টিকা দেওয়া হচ্ছে না। এতে শিশুদের স্বাস্থ্য নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা। প্রায় ১ মাস ধরে এই টিকার সংকট রয়েছে বলে জানান হাসপাতালে দায়িত্বরত স্বাস্থ্য কর্মকর্তারা।
মালপাড়া এলাকার মিনু বেগম জানান, চার মাসের শিশুকে দ্বিতীয় টিকার জন্য সদর হাসপাতাল প্রায় ১ মাস ধরে আসছি। কিন্তু এসে টিকা না দিয়ে ফিরে যেতে হচ্ছে। কবে নাগাদ এই টিকা দিবে সেটিও তারা নিশ্চিত করে বলতে পারছে না।
হাটলক্ষীগঞ্জ এলাকার সাইদুর ফকির জানান, এই নিয়ে ৩ দিন হাসপাতাল ও পৌরসভায় বাচ্চার টিকার জন্য এসে পড়তে হচ্ছে বিরম্ভনা। এখানে টিকা নেই। তবে কবে নাগাদ এই টিকা দিবে সেটিও বলছে না এখানকার দায়িত্বে থাকা লোকজন। এখন বাচ্চা নিয়ে অনেক টেনশনে আছি।
বাগমামুদালী পাড়া এলাকার দিপা পাল জানান, এ নিয়ে ৩ বার এসে ঘুরে গেলাম, হাসপাতালে টিকা নেই। বাবুর বয়স ৩ মাস, প্রথম টিকা দেওয়া হলেও এখন দ্বিতীয় টিকার জন্য ১ থেকে দেড় মাস ওভার হয়ে গেছে, তাই চিন্তা হচ্ছে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের টিকাদানকারী মো. মাসুদ পারভেজ নাহিদ জানান, দেড় মাসের শিশুদের পেন্টা, পিসিবি, আইপি ও ওপিবি এই টিকাগুলো আমাদের এখানে সাপ্লাই নেই। কিছু দিন পরপর সংকট দেখা দেয়। আগে এই টিকাগুলো ডব্লিউএইচও ফ্রি দিতেন, এখন কিনে আনতে হয়। এখন টাইম মতো টিকাগুলো আসছে না, সেজন্য বাচ্চাদের সাময়িক সমস্যা হচ্ছে। তবে তাড়াতাড়ি এই সংকট কেটে যাবে। মুন্সীগঞ্জ সদরে প্রায় ২৭০০ শিশু এই টিকার আওতায় রযেছে।
মুন্সীগঞ্জ পৌরসভার স্বস্থ্য সহকারী অলিভিয়া আক্তার জানান, এই টিকাদিলে ডিপথ্রিয়া, বুকিং কাশি, নিউমোনিয়া, টিটেনাস, পলিও, জন্ডিসসহ কয়েকটি রোগ থেকে শিশুরা নিরাপদ থেকে। তবে এটি এমন নয় যে এখনই তাদের এই রোগ দেখা দিবে। হয়তো কিছুদিনের মধ্যে টিকাগুলো চলে আসবে। যতগুলো শিশু টিকা পায়নি তাদের সকলকে আমরা ডেকে এনে টিকাগুলো দিয়ে দিব।
সময়মতো টিকা না দিলে স্বাস্থ্যঝুঁকি আছে জানিয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (শিশু বিশেষজ্ঞ) ফায়েকা হাফিজ বলেন,‘অনেক জায়গায় এই টিকাগুলোর সংকট আছে। এতে শিশুরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। যেসব রোগের জন্য এসব টিকা দেওয়া হয়, সেসব রোগ কিন্তু আবার বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি নিয়ে শিশুদের শরীরে আসতে পারে। সেজন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবো, দ্রুত সময়ে টিকাগুলোর সরবরাহ নিশ্চিত করার।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা.মঞ্জুরুল আলম জানান, শুধু মুন্সীগঞ্জে নয় সারা দেশেই এই টিকা সংকট দেখা দিযেছে। ঢাকা মহাখালী থেকে এই ভ্যাকসিন সাপ্লাই দেওয়া হয়। প্রতিদিন তাদের সাথে কথা বলছি, তবে প্রায় ২ সপ্তাহ হয়েছে ভ্যাকসিন আমরা কখনও পাইনি। তারা আমাদের বলেছেন কয়দিন অপেক্ষা করেন, কিছুদিন পরে পাবেন।
তিনি আরও বলেন, যদি এই সব টিকাগুলো তাদের ১ বছরের মধ্যে দিতে পারি তাহলে কোনো সমস্যা হবেনা। যদি তারও বেশি হয় তাহলে তারা স্বস্থ্যঝুঁকিতে থাকবেন। তবে অচিরেই সকল টিকা তাদের দিতে পারবো বলে আশা করছি।
আরএ