সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মৌলভীবাজার সদর উপজেলায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৪ সালের বন্যা, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ করা হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় সদর উপজেলা প্রশাসনিক ভবনের মাঠে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিভিন্ন জাতের মাছের পোনা বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ২০২৪ সালের বন্যা, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে প্রায় ১৮.৪৬ হেক্টর পুকুর প্লাবিত হয়েছিল। ক্ষতিগ্রস্থ খামার, পুকুর ও দিঘীর সংখ্যা ছিল প্রায় পাচঁ শতাধিক। এতে উপজেলার মৎস্য চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েন। এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্থ ২৩২ জন প্রান্তিক মৎস্য চাষির মাঝে ১১৬২ কেজি কার্প জাতীয় মাছ রুই, মৃগেল, কাতলা, কালিবাউশ ও গনিয়া মাছের পোনা বিতরণ করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- জেলা মৎস্য অফিসার ড. মো. আরিফ হোসেন, সিনিয়র সহকারী পরিচালক শাহনেওয়াজ সিরাজী, সদর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোলাম কিবরিয়া নাঈম।
এ সময় সদর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শুভ্র সরকার বলেন, ২০২৪ সালের বন্যায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের অনেক মৎস্য চাষি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই সময় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছিলাম। এরই পরিপ্রেক্ষিতে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ক্ষতিগ্রস্ত ২৩২ মৎস্য চাষিকে প্রণোদনার অংশ হিসেবে ১১৬২ কেজি পোনা বিতরণ করা হয়েছে।
আরএ