সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফরিদপুরের ভাঙ্গায় অতিরিক্ত মদ্যপানে উজ্জ্বল দাস (২৭) নামের এক স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে ভাঙ্গা পৌরসভার মধ্যপাড়া হাসামদিয়া গ্রামের সমীর দাসের পুত্র। পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, রোববার রাতে প্রতিমা বিসর্জন দিয়ে উজ্জ্বল বন্ধুদের নিয়ে মদ্যপান করে ছুটাছুটি ও অস্বাভাবিক আচরণ শুরু করে। এক পর্যায়ে পরিবারের লোকজন তাকে ধরে বাসায় নিয়ে যায়। সোমবার বিকেল থেকে উজ্জল ক্রমশ অসুস্থবোধ করলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক তিনটার দিকে সে মারা যায়।
এ ব্যাপারে মঙ্গলবার (১৫ অক্টোবর) ফরিদপুরের ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ মোকছেদুর রহমান জানান, অতিরিক্ত মদপানে এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এফএইচ