সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। প্রতিমা বিসর্জনের মধ্য দিয় ৫ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল রোববার।
রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যার পর ফরিদপুর শহরের আলীমুজ্জামানা ব্রিজ সংলগ্ন বিসর্জন ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এছাড়া বিভিন্ন এলাকায় প্রতিমা বিসর্জন করা হয়।
এ বছর দেবী দূর্গার আগমন করেছেন দোলায়। পালকি বা দোলায় দেবীর আগমন বা গমন হলে ফলাফল হয় মড়ক; যা শুভ ইঙ্গিত নয়। এ ছাড়াও দেবী স্বর্গে গমন করবেন ঘোটকে বা ঘোড়ায়। শাস্ত্রমতে দেবীর গমন বা আগমন ঘোটকে হলে ফলাফল ছত্রভঙ্গ হয়। এটি যুদ্ধ, বিগ্রহ, আশান্তি, বিপ্লবের ইঙ্গিত দিয়ে থাকে। দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনীর আরাধণা শেষ হলে কৈলাশে স্বামীগৃহে ফিরবেন দেবী দূর্গা।
বছরান্তে দেবী দূর্গার আগমনে মন্দিরে মন্দিরে বেজে ওঠা ঢাক-ঢোল, ঘণ্টা আর শঙ্খধ্বনিতে উচ্ছ্বসিত হয়ে ওঠে আবহমান বাংলা। মন্দিরে মন্দিরে মন্ত্র উচ্চারণ আর প্রার্থনার মধ্য দিয়ে বিশ্বের অশুভ শক্তিকে তাড়িয়ে শুভ কামনা করা হয়।
এর আগে শারদীয় বিজয় দশমী এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, ফরিদপুরে সম্প্রতি কখনও বিনিষ্ট হতে দেব না। কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের জেলা প্রশাসন পুলিশ প্রশাসন আপানাদের পাশে সর্বাত্মক সহযোগিতা করবেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আব্দুল জলিল, সেনাবাহিনীর মেজর গালিব প্রমুখ।
আরএ