সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাজীপুরের কাপাসিয়ায় মুরগি ক্রয় করতে যাওয়া পিকআপে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাতের ছুরিকাঘাতে পিকআপের হেলপার (চালকের সহকারী) জাকিরুল ইসলাম (২০) নিহত এবং চালক হৃদয় (২৭) আহত হয়েছে।
শনিবার (১২ আক্টোবর) দিবাগত রাত ২টায় কাপাসিয়া-মনোহরদী সড়কের কাপাসিয়া উপজেলার সালদৈ এলাকায় এ ঘটনা ঘটে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জাকিরুল ইসলাম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মমরেজপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। আহত চালক হৃদয় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার মাধখোলা গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে।
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মমিন বলেন, গাজীপুর থেকে পিকআপ নিয়ে কাপাসিয়ার সালদৈ এলাকায় মুরগি কেনার জন্য আসছিল চালক হৃদয় ও তার সহকারী জাকিরুল ইসলাম। রাত ২টার দিকে কাপাসিয়া-মনোহরদী সড়কের কাপাসিয়া উপজেলার সালদৈ এলাকায় পৌঁছালে সড়কের পাশে ওঁৎ পেতে থাকা ডাকাত সদস্যরা তাদের পিকআপকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ে। এসময় পিকআপের সামনের গ্লাসে ঢিল লাগলে চালক গাড়ির গতি কমিয়ে দেওয়ার সাথে সাথে সড়কের পাশ থেকে ১০/১২ জন ডাকাত তাদের পিকআপ ঘেরাও করে। ডাকাতরা চালক হৃদয়কে গাড়ি থেকে নামিয়ে তার কাছে থাকা মুরগি ক্রয়ের টাকা ডাকাতদের দিতে বলে। তার কাছে টাকা নাই এবং সে টাকার বিষয়ে কিছু জানে না বলে ডাকাতদের জানায়। পরে ডাকাতেরা পিকআপের ভিতরে থাকা হেলপার (চালকের সহকারী) জাকিরুল ইসলামের কাছে টাকা চায়। সে টাকা দিতে অস্বীকার করলে ডাকাতেরা তার গলায় ধারালো ছুরি দিয়ে পুঁছ দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করে। পরে ডাকাতেরা তার কাছে থাকা মুরগি কেনার নগদ এক লাখ ৩০ হাজার টাকা নিয়ে যায়।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত চালক হৃদয় জানান, ডাকাতেরা চলে যাওয়ার পর পিকআপে উঠে হেলপার জাকিরুলকে ধাক্কা দিলে তাকে মৃত দেখতে পাই। পরে তাকেসহ পিকআপ নিয়ে কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকায় সাইফুলের চায়ের দোকানে এসে স্থানীয়দেরকে জানায়। এরপর স্থানীয়রা কাপাসিয়া থানায় খবর দেয় এবং চিকিৎসার জন্য আমাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রহমান বলেন, ডাকাতদের হামলায় আহত চালক হৃদয়কে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। ঘটনাস্থলে ডাকাতেরা চালকের সহকারী জাকিরুল ইসলামকে হত্যা করেছে বলে শুনেছি।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ডাকাতির ছুরিকাঘাতে নিহত জাকিরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। তার গলায় ধারালো ছুরির এবং শরীরের বিভিন্ন স্থানে কোপানোর আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরএ