সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শেরপুর জেলায় সম্প্রতি ভয়াবহ বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখা।
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে নদীর পানিতে প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে শেরপুর জেলার লক্ষাধিক মানুষ। জেলার ঝিনাইগাতী, নালিতাবাড়ী, শ্রীবরদী ও নকলা উপজেলাসহ প্রায় সব উপজেলার বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে ছাত্রশিবির শেরপুর জেলা শাখা।
সোমবার (৭ অক্টোবর) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নে জেলা ছাত্রশিবিরের উদ্যোগে বন্যার্তদের জন্য উপহার সামগ্রী বিতরণ করে।
এসময় ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, শিবিরের শিল্প ও সাংস্কৃতি সম্পাদক আব্দুস সালাম, শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক গোলাম কিবরিয়া, ছাত্রশিবিরের জেলা সভাপতি আশরাফুজ্জামান মাসুম, নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি শাহাদত হোসেন, সাবেক শিবির নেতা রাশেদুজ্জামান নাহিদ, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বন্যার্তদের জন্য চিড়া, মুুুড়ি, গুড়, বিস্কুট, স্যালাইন, বিশুদ্ধ পানিসহ প্রয়োজনীয় ওষুধসামগ্রী পৌঁছে দিচ্ছে শেরপুর জেলা শাখার স্বেচ্ছাসেবী টিম।
আরএ