সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সুন্দর সমাজ বিনির্মাণে আমরা বদ্ধ পরিকর’- স্লোগানকে ধারণ করে চট্টগ্রামে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন ‘সেতু’।
রোববার (৬ই অক্টোবর) চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নের দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়। সকাল ৯ টা থেকে শুরু করে এই কর্মসূচি চলে বিকেল ৩টা পর্যন্ত। শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বতস্ফূর্তভাবে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করে।
রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বেলাল উদ্দিন, সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সভাপতি সৈকত বড়ুয়া, সাধারণ সম্পাদক হৃদয় বড়ুয়া, প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ অসীম কুুমার বড়ুয়া, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক স্বর্ণকমল বড়ুয়া, সাবেক সহ-সভাপতি মানিক বড়ুয়াসহ সংগঠনের সিনিয়র ও জুনিয়র সদস্যবৃন্দ।
উল্লেখ্য, ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন সমাজহিতৈষী কর্মকাণ্ড অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করে আসছে। ১৯৯৯ খ্রিস্টাব্দে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধন লাভের পর আরো গতিশীল হয় সংগঠনের কার্যক্রম।
এফএইচ