সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বরিশাল সিটি করপোরেশনের (বসিক) সদ্য অপসারিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত এবং বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বরিশালের সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১২টা থেকে সিটি করপোরেশনের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। প্রায় ৩ ঘণ্টা অবস্থান করার পর খোকন সেরনিয়াবাতকে দ্রুত আইনের আওতায় আনা এবং ৪৮ ঘণ্টার মধ্যে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মাসুমা আক্তারকে পদত্যাগের আল্টিমেটাম দেয় তারা। এসময় শিক্ষার্থীদের সঙ্গে সিটি করপোরেশনের একদল কর্মচারী ও সেবাপ্রত্যাশী নগরবাসী অংশ নেয়।
এসময় আন্দোলনকারীরা জানান, সদ্য অপসারিত মেয়র এবং বর্তমান সচিব মিলে সিটি করপোরেশনকে দুর্নীতির আখড়া বানিয়েছে। তাদের যৌথ কারসাজিতে অবৈধ নিয়োগ, প্রতিটি দপ্তরে সেবাগ্রহীতার কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া, ঘুষ বাণিজ্য হয়েছে। এসব অনিয়মের ইতি টেনে সিটি করপোরেশনকে জনবান্ধন করার আহ্বান জানান উপস্থিত আন্দোলনকারীরা।
বিক্ষুব্ধ শিক্ষার্থী মো. রাকিব হাসান বলেন, সদ্য অপসারিত মেয়র খোকন আব্দুল্লাহ এবং বর্তমান সচিব মাসুদা আক্তার মিলে সিটি করপোরেশনকে দুর্নীতির আখড়া বানিয়েছে। তাদের যৌথ কারসাজিতে অবৈধ নিয়োগ, প্রতিটি দপ্তরে সেবাগ্রহীতার কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া, ঘুষ বাণিজ্য হয়েছে। তাই আমরা সচিবের অপসারণ এবং সদ্য সাবেক মেয়রের বিচার দাবি করছি।
আরেক শিক্ষার্থী আসিফ মাহমুদ বলেন, দেশ টেলিভিশন, যুগান্তরসহ বিভিন্ন প্রথম সারির গণমাধ্যমে সদ্য অপসারিত মেয়রের দুর্নীতি - চাঁদাবাজির ফিরিস্তি উঠে এসেছে। তারপরও এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে বা তার দোসরদের আইনের আওতায় আনতে পারে নি। আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাই বরিশাল সিটি করপোরেশনের আজকের পরিণতির জন্য যারাই দায়ী সকলকে আইনের আওতায় আনা হোক।
এফএইচ