সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়নের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী আকলিমা আক্তার ও তার পরিবারের অন্যান্য মাদক ব্যবসায়ীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার টেনারীমোড় এলাকায় এ মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, মাদক সম্রাজ্ঞী আকলিমা আক্তার, তার স্বামী, পিতা ও ভাইসহ পরিবারের সকলেই মাদক ব্যবসার সাথে জড়িত। এর আগেও তারা মাদকসহ একাধিকবার গ্রেপ্তার হয়ে জেল খেটেছে। বিগত সরকারের আমলে স্থানীয় প্রভাবশালীদের আশ্রয়-প্রশ্রয়ে মাদক ব্যবসাসহ নানা অপকর্মে জড়িত ছিল তারা।
তারা আরও বলেন, অন্যের জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ এলাকাবাসীকে নানাভাবে হয়রানি করতো এই পরিবারটি। তাদের অবাধ মাদক ব্যবসার কারণে এলাকার যুবসমাজ আজ ধ্বংসের মুখে। তাদের এই অপকর্ম না রুখলে সমাজের অধঃপতন ঠেকানো যাবে না। মাদক ব্যবসার সাথে জড়িত আকলিমা ও তার পরিবারের অন্যান্য মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান তারা।
আরএ