সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মাদারীপুরে মানসিক ভারসাম্যহীন ৬ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (৫ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ছয়না এলাকা থেকে গ্রেপ্তার করা হয় জসিম দর্জীকে (৪০)। গ্রেপ্তার জসিম দর্জী একই এলাকার মোশারফ দর্জীর ছেলে।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার শাহরিয়ার রিফাত জানান, গত ২৮ মে সন্ধ্যায় শহরের ইটেরপুল এলাকায় বাসায় একা পেয়ে ৬ বছরের এক শিশুকে মুখ চেপে ধরে গণধর্ষণ করে জসিম দর্জী ও তার সঙ্গীয় লোকজন। একপর্যায়ে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় ধর্ষকরা। পরে মেয়েটিকে উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে।
তিনি আরও জানান, এ ঘটনায় নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে গত ১৩ জুন সদর মডেল থানায় জসিম ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন। পরে দায়ের করা মামলায় জসিমকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে জসিমকে সদর মডেল থানায় হস্তান্তর করে র্যাব।
নির্যাতিতা শিশুকে ধর্ষণের মামলায় বাকি আসামিদের ধরতে অভিযান চলছে বলেও জানান র্যাব কর্মকর্তা।
অ