সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ছাত্র-জনতার আত্মত্যাগ বিফল হতে দেওয়া যাবে না। যে আশা নিয়ে ছাত্র-জনতা শহীদ হয়েছেন, সেই সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে দেশনায়ক তারেক রহমান কাজ করে যাচ্ছেন। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সহায়তা করতে হবে। এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে ছাত্র-জনতার আত্মত্যাগ ব্যর্থ হবে।
শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে পিরোজপুর জেলার শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যৌথ কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
মোনায়েম মুন্না বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। আমরা এমন কোনো কাজ করব না যাতে দেশের মানুষের আমাদের ওপর থেকে ভালোবাসা ও আস্থা উঠে যায়। মানুষ কে ভয় দেখিয়ে নয়, জোর করে নয়, ভালোবাসা দিয়ে তাদের মন জয় করতে হবে। বিএনপি হানাহানিতে বিশ্বাসী নয়। যারা দলের নিয়ম শৃঙ্খলা মানবে না তাদের কঠোর শাস্তি দেওয়া হবে।
যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি বলেন, ফ্যাসিবাদের পতনের হয়েছে কিন্তু আমাদের সমাজে তাদের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। ১৭ বছরের ইতিহাস করুণ ইতিহাস। এই ১৭ বছর ধরে কত বিএনপির নেতাকর্মী গুম খুন হয়েছে তার হিসাব নেই।
যৌথ কর্মীসভায় আরও বক্তব্য রাখেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুবদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাহ হোসেন তারেক, যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি এইচ এম তসলিম উদ্দিন, ছাত্রদল সহ সভাপতি জুয়েল মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রুবেল, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সমাজসেবা সম্পাদক মামুন হাশীমি প্রমুখ।
অ