সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জনি বিশ্বাসকে বহিষ্কার করা হয়েছে। ছাত্র আন্দোলনের প্রভাব খাটিয়ে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কার করা হয়েছে তাকে।
শুক্রবার (৪ অক্টোবর) সকালে ফরিদপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আবরার নাদিম ইতু বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২ অক্টোবর) সমন্বয়ক আবরার নাদিম ইতু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য জনি বিশ্বাসকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রভাব খাটিয়ে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের কারণে তাকে বহিষ্কার করা হলো। তার ভবিষ্যৎ কোনো কর্মকাণ্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর দায়বদ্ধ থাকবে না এবং তার সঙ্গে সাংগঠনিকভাবে কাউকে যোগাযোগ না করার নির্দেশ দেওয়া হলো।
তবে এ বহিষ্কারকে অবৈধ ও পরিকল্পিত দাবি করে জনি বিশ্বাস বলেন, আমাদের ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটিই ইতোমধ্যে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সেখানে কোনো কমিটি ছাড়াই কোন নিয়মে আমাকে বহিষ্কার করা হলো? এছাড়া আমার বিরুদ্ধে যেসব অনৈতিক কর্মকাণ্ডের কথা বলা হচ্ছে সেটা সম্পন্নই ভিত্তিহীন। আমাকে যে অবৈধভাবে বহিষ্কার করা হয়েছে সেটা আমি কেন্দ্রীয় সমন্বয়কদের জানাব এবং বিষয়টি তদন্ত করে দেখতে বলব।
উল্লেখ্য, জনি বিশ্বাস আওয়ামী লীগ সরকার পতনের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফরিদপুরে নেতৃত্ব দেওয়ার দায়ে জেলও খেটেছিলেন।
অ