সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীলদের প্রীতি সমাবেশ আয়োজন করা হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) সকাল ৯টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
আড়াইহাজার উপজেলা দক্ষিণ জামায়াতের আমির ও সাবেক শিবির নেতা মো. মোতাহার হোসাইন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে থাকবেন বাংলাদেশ ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার।
প্রীতি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে থাকবেন- নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা মমিনুল হক সরকার, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, জেলা জামায়াতের সেক্রেটারি মো. জাকির হোসাইন, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সমাজকল্যাণ বিভাগের সেক্রেটারি মো. ইলিয়াছ মোল্লা, ডা. আব্দুল মালেক।
এ বিষয়ে আড়াইহাজার উপজেলা দক্ষিণ জামায়াতের আমির মো. মোতাহার হোসাইন ভূইয়া বলেন, শিবির একটি আদর্শিক সংগঠন। শিবিরের জনশক্তিরা মেধাবী ও ধার্মিক হয়। শিবিরের ছেলেদের দেশের কল্যাণে কাজ করার সুযোগ দিলে দেশ অনেক এগিয়ে যেত। দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের শাষনামলে আমরা একসঙ্গে এত বড় সমাবেশের আয়োজন করতে পারিনি। অনেকদিন পর সবাই একসঙ্গে হওয়ার একটাই উদ্দেশ্য আন্তরিকতা ও দ্বীনি কাজের স্পৃহা বৃদ্ধি পাওয়া।
আরএ