সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিএনপি নেতা আব্দুর রহমান। মঙ্গলবার (১ অক্টোবর) উপজেলার বারদী ইউনিয়নের বারদী বাজারে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। ভুক্তভোগী আব্দুর রহমান বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি ও ব্যবসায়ী।
মঙ্গলবার (১ অক্টোবর) কিছু গণমাধ্যমে আব্দুর রহমানের বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনে সংবাদ পরিবেশন করা হয়। এর পরিপ্রেক্ষিতে আব্দুর রহমান বলেন, আমার কোনো সন্ত্রাসী বাহিনী নেই। আমি একজন বয়োবৃদ্ধ ব্যবসায়ী। বয়সের ভাড়ে আমি ভালো মতো হাটতে পারি না। কাজেই আমি কীভাবে চাঁদাবজি করবো।
তিনি আরও বলেন, আমি সব সময় মানুষের উপকার করার চেষ্টা করি। আমি কোনো সময় কারো সঙ্গে অন্যায় করি নাই। একটি মহল গুজব ছড়িয়ে আমার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমার কোনো বাহিনী থাকার প্রশ্নই আসে না। যারা আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করেছে, দলের নেতাদের সঙ্গে কথা বলে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।
বিএনপির এই নেতা বলেন, বিএনপির একটি মহল গুজব ছড়িয়ে চাচ্ছে তারা আমাকে হেনস্থা করতে। তারা চাচ্ছে আমার যাতে দলের কোনো পদ না থাকে। অথচ আমি দলের দুঃসময়ে সব সময় ছিলাম। এগুলো আমার নেতারা জানে।
আরএ