সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাগেরহাটে ছাত্রলীগের জেলা সভাপতি মো. মনির হোসেনের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ষাটগম্বুজ রেল স্টেশন এলাকায় ভুক্তভোগীরা জড়ো হয়ে এই মানববন্ধন করেন।
মানববন্ধনে উপস্থিত কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আবু হানিফ বলেন, বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন ও সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম এই এলাকার মানুষকে নানাভাবে অত্যাচার ও নির্যাতন করেছেন। বিভিন্ন লোকের জমি ঘের, ব্যবসা প্রতিষ্ঠান দখল, এমনকি বাড়ি দখলও করেছেন তারা। তারা ফরিদা বেগমের জায়গা জোরপূর্বক দখল করেছে এবং ফরিদার বাড়িও ভাঙচুর করেছে। এখনও ফরিদার জমি জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেনের লোকজনের দখলে রয়েছে।
মুজিবুর রহমান নামের এক ব্যক্তি বলেন, সাদ্দাম ও মনির ফরিদা বেগমের জায়গাও জোরপূর্বক লিখে নিয়েছে। তার জামাই সুমনকে সাদ্দামের নেতৃত্বে মারধর করে।
মীর কাইয়ুম সুমন বলেন, মো. মনির হোসেন ও সাদ্দাম আমার শাশুড়ির জমি জোরপূর্বক দখল করে। পরে তারা জোরপূর্বক নামমাত্র টাকা দিয়ে আমাদের জমি দলিল করে নেয়। এরপর তারা আবার সেই টাকা ফেরত নিয়ে যায় মো. মনির ও তোর লোকজন।
ফরিদা বেগমের মেয়ে মহুয়া রহমান বলেন, মায়ের জায়গা তারা জোরপূর্বক দলিল করে নিয়েছেন। তিন বাচ্চা নিয়ে আমরা এখন রাস্তায় রাস্তায় থাকি। আমার মাথা গোঁজার জায়গাটা ফেরত চাই। আমার স্বামীকে মারধর ও জোরপূর্বক জমি দলিল করে নেওয়ার বিচার চাই।
এদিকে এ ঘটনায় ফরিদার মেয়ে মহুয়া রহমান বাগেরহাট মডেল থানায় মো. মনির হোসেনসহ চারজনের নাম উল্লেখ করে অভিযোগ দিয়েছেন। তবে পুলিশ এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরএ