সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুল আলমের অনিয়ম, দুর্নীতি ও বেতন বৈষম্যেসহ নয় দফা দাবি আদায়ে বিক্ষোভ করেন সিটি করপোরেশনের বিভিন্ন স্তরের কর্মচারীরা।
বুধবার (২ অক্টোবর) দুপুরে সিটি করপোরেশনের নগর ভবনে নির্বাহী কর্মকর্তাকে অবরুদ্ধ করা হয়। দীর্ঘ ২ ঘণ্টার পর নির্বাহী কর্মকর্তাকে তালা দিয়ে অবরুদ্ধ রাখেন।
এ সময় হাজার হাজার কর্মচারী সিইইউর অফিসের সামনে অবস্থান করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে ফিরে। পরে সিটি করপোরেশনের প্রশাসক সাইফ উদ্দিন আহমেদ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আন্দোলনকারী কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে এই নির্বাহী কর্মকর্তা প্রকাশ্যে দুর্নীতি করে আসছে। এর প্রতিবাদ করলে আমাদের চাকরি হারাতে হয়।
সাইফুল ইসলাম নামে এক শ্রমিক জানায়, আমাদের দৈনিক ৩৫০ টাকা নিতান্তই কম। যার ফলে আমাদের মানবেতর জীবন-যাপন করতে হয়। বেতনবৃদ্ধিসহ তাদের দাবির মধ্যে প্রধান দাবি কাউন্সিলর পরিবর্তন হওয়ার কারণে কোনো কর্মচারীকে চাকরিচ্যুত করা যাবে না। উৎসব ভাতা, মজুরি কমপক্ষে ১৬,৫০০, বেতন মজুরীতে বৈষম্য দূর, মাতৃত্বকালীন ছুটি, প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা, বয়সসীমা শিথিল, চাকরী স্থায়ী, শ্রমিক মৃত্যুবরণ করলে কমপক্ষে পাঁচ লাখ টাকা প্রদান ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা।
সিয়াম নামের আরেক শ্রমিক বলেন, এই নির্বাহী কর্মকর্তা প্রায় বিশ বছর ধরে কুমিল্লার বিভিন্ন প্রতিষ্ঠানকে শোষণ করে যাচ্ছে। আমরা এই কর্মকর্তার অপসারণ চাচ্ছি।
উল্লখ্য, দীর্ঘ ২০ বছর ধরে কুমিল্লার সেটেলম্যান্ট, পরিবেশ, ওয়াসা ও সিটি করপোরেশনে কাজ করে যাচ্ছেন তিনি। সুসম্পর্ক রেখেছে সকল রাজনৈতিক দলের নেতাদের সাথে। ঠিকাদারদের সাথে সুসম্পর্ক থাকার কারণে পেতেন বিশেষ সুযোগ সুবিধা। করতেন নিয়োগ বাণিজ্য, চেক জালিয়াতি, ডোবা-পুকুর ভরাট করে হোল্ডিং নাম্বার প্রদান, ওয়ার্ড সচিবদের চাকরি স্থায়ী করার লোভ দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন ৩ থেকে ৪ লাখ টাকা।
আরএ