সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দের হাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার পথে ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।
চান্দের হাট বিজিবি ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার মামুনুর রশিদ বলেন, বুধবার (২ অক্টোবর) ভোর রাতে চান্দেরহাট সীমান্তের ৩৩৩ এর ৩ এস পিলার এলাকা থেকে তাদের আটক করা হয়। দুপুরে তাদের পীরগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন- দিনাজপুরের বোচাগঞ্জ থানার রামপুর গ্রামের পবেনের ছেলে নিশিত (৩৫), বিরল উপজেলার কাশিডাঙ্গা গ্রামে মৃত গোপাল মোহন্তের ছেলে রিন্টু মোহন্ত (৪০), পীরগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামে মৃত আব্দুল আজিজের ছেলে ওবায়দুর রহমান (৫৫) ও ইন্দ্রেইল গ্রামের শামসুদ্দিনের ছেলে অবায়দুর (৩৫)।
নায়েক সুবেদার মামুনুর রশিদ বলেন, অবৈধভাবে দিনাজপুরের ৪২ বিজিবির অধীনে নিয়ন্ত্রিত ঠাকুরগাঁওয়ের চান্দেরহাট সীমান্তের ৩৩৩ এর ৩ এস পিলার এলাকা দিয়ে ভারত থেকে ৪ জন বাংলাদেশে প্রবেশ করছিল। এসময় টহলরত বিজিবি সদস্যরা তাদের দেখতে পেয়ে ধাওয়া দিয়ে চারজনকে আটক করে। পরে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায় তারা চারজনই বাংলাদেশি নাগরিক।
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম বলেন, দুপুরে আটক ৪ জন বাংলাদেশি নাগরিককে থানায় হস্তান্তর করেছে বিজিবি। সেই সাথে সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আসার ঘটনার বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।
আরএ