সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নরসিংদীর বেলাব উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান জাহাঙ্গীরকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার পাটুলি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মনিরুজ্জামান জাহাঙ্গীর পাটুলি ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি, বেলাব উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।
আজ (বুধবার) দুপুরে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, শিবপুর থানার একটি হত্যা মামলায় রাতে মনিরুজ্জামান জাহাঙ্গীরকে তার বাড়ি হতে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শিবপুর থানায় হস্তান্তর করার আইনগত প্রক্রিয়া চলমান।
এদিকে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আফজাল হোসাইন জানান, গত জুলাইয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলায় এক শিক্ষার্থীসহ ৪ জন নিহতের ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেলাব থানা পুলিশ কর্তৃক হস্তান্তরের পর পরবর্তী আইনগত পদক্ষেপ ও আদালতে পাঠানো হবে।
অ