সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ব্রাহ্মণবাড়িয়ায় ডিপ্লোম ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগীধারী সার্ভেয়ার ও সমমানের পদে কর্মরতদের ১০ গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের ডিগ্রিধারী সার্ভেয়াররা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে।
এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের এল. এ শাখার সার্ভেয়ার মো. ইব্রাহিম খান, রুহুল আমীন খান, মো. মোস্তফা কামাল, কসবা উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. ইব্রাহিম, জেলা পরিষদের সার্ভেয়ার মো. বদিউল আলম, সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার মো. জামিল হোসাইন প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৯৪ সালে তৎকালীন সরকার সকল ডিপ্লোমাধারীদের ২য় শ্রেণীতে উত্তীর্ণ করলেও একমাত্র সার্ভেয়াররা ২য় শ্রেণীর ১০ গ্রেডের মর্যাদায় যেতে পারেনি। এই বৈষম্য দূর করতেই সার্ভেয়াররা আন্দোলন করছে। দ্রুত ডিপ্লোমাধারী সার্ভেয়ারদের ১০ গ্রেডে উন্নীত করা না হলে আন্দোলন কর্মসূচি চলমান থাকবে। উল্লেখ, আগামী ৩ অক্টোবর পর্যন্ত তারা অর্ধবেলা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করবে।
এফএইচ