সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাইবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে একজন ওষুধ ব্যবসায়ী ও দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শহরের নতুন বাজার স্টেশন রোড এলাকার সেন্ট্রাল মেডিকেল নামক ওষুধের দোকানে অভিযান চালিয়ে ১২৮০ পিস ইয়াবাসহ তাদের আটক করেছেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস আই মমিনউর রশিদ। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি মাদক মামলা রুজু করেছেন ।
আটকরা হলেন- পৌর শহরের স্টেশন রোডের মৃত খুশি মিয়ার ছেলে সিজার (৩৫), সদর উপজেলা তিন গাছ তল এলাকার বশির উদ্দিনের ছেলে রোকনুজ্জান মিয়া (৩৫) ও পৌর শহরের সরকার পাড়ার মৃত গোলাপ আমিনের ছেলে মোস্তফা (৫৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস আই মমিনউর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর উপজেলার পৌরসভার নতুন বাজার স্টেশন রোডের সেন্ট্রাল মেডিকেল নামক ওষুধের দোকানে অভিযান চালানো হয়। । ওষুধ ব্যবসায়ীর দোকানের পেছন থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখা ইয়াবার প্যাকেট পাওয়া যায়। তথ্য ছিল রোকনুজ্জামান ও মোস্তফা নামের মাদক ব্যবসায়ী এই ওষুধ দোকানদারের সহায়তায় মাদক ব্যবসা করছিল। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
তিনি আরও বলেন, এই ওষুধের দোকানের পেছনের অংশ থেকে তল্লাশি করে মোট ১২৮০ পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় দুই মাদক কারবারি ও ওষুধ ব্যবসায়ীকে আটক করা হয়।
এদিকে স্থানীয়রা জানান, দিনে দুপুরে মাদক বিক্রি করে আসছিল তারা। এদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার। ওষুধ দোকানের আড়ালে এরকম ব্যবসা সত্যি দুঃখজনক।
অ