সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের বাজার নিয়ন্ত্রণে ও ভেজাল ও নকল পণ্য বিক্রয় রোদে মানিকগঞ্জের শিবালয়ের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার ( ১ অক্টোবর ) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল।
আসাদুজ্জামান রুমেল জানান, অভিযানে অতিরিক্ত দামে ডিম বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা এবং আরও এক ব্যবসায়ীকে নকল প্রসাধনী বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি জানান, অভিযান কালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও সরকার থেকে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় করতে উপস্থিত ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়। এছাড়া পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি অতিরিক্ত মূল্যে এবং ভেজাল ও নকল পণ্য বিক্রি করলে আইনের আওতায় আনা হবে বলেও সতর্ক করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে সহযোগিতা করেন কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ ( ক্যাব), শিবালয় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
এফএইচ