সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সময় ছাত্র-জনতার ওপর হামলাসহ গুলিতে নিহত গার্মেন্টস কর্মী মিনারুল ইসলাম হত্যা মামলায় রুবেল নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়।
রোববার রাতে নারায়ণগঞ্জ সদর থানা এলাকার গোগনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুবেল নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের ইউপি সদস্য৷
র্যাব-১১র সহকারী পরিচালক সনদ বড়ুয়া জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল জানিয়েছে সেসহ অন্যান্যরা বেআইনিভাবে দলবদ্ধ হয়ে অত্যাধুনিক দেশি ও বিদেশি অস্ত্র নিয়ে ছাত্র জনতার ওপর হামলা করে। এতে পোশাক কারখানার শ্রমিক মিনারুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে নিহত হন ও আরো অনেকেই গুরুতর আহত হয়।
র্যাব জানায়, এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা হত্যা দায়ের করা হয়। সে মামলায় গ্রেপ্তারকৃত রুবেল মেম্বার এজহারভূক্ত আসামি। এছাড়া রুবেলের বিরুদ্ধে গোগনগরে ইউনিয়নের সন্ত্রাসী কার্যক্রম, গ্যাং পরিচালনা, জমি দখল, চাঁদাবাজিসহ একাধিক হত্যা মামলা রয়েছে।
কে