সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফেনীতে ২৭ লাখ ৮৬ হাজার ৫শ’ টাকার ভারতীয় শাড়ি ও বাংলাদেশি রসুন আটক করেছে বিজিবি। রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে চোরাচালান বিরোধী পৃথক অভিযানে ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর ও ফুলগাজী উপজেলার গজারিয়া নামক স্থান থেকে এগুলো আটক করা হয়।
বিজিবি জানায়, ফেনী ব্যাটালিয়নের যশপুর বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার নং ২১৮৮/৬-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ বস্তা ভারতীয় শাড়ি আটক করে। এর আনুমানিক মূল্য ২৬ লাখ ৭৮ হাজার ৫শ’ টাকা।
একই রাতে পৃথক অভিযানে খেজুরিয়া বিওপির নিয়মিত টহল দল সীমান্ত পিলার নং ২১৭৯/মেইন পিলার থেকে আনুমানিক ৮৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফুলগাজী উপজেলার গজারিয়া নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় বাংলাদেশি ৩০০ কেজি রসুন আটক করে। এগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ৮ হাজার টাকা।
বিজিবি ফেনী-৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত চোরাই মালামাল স্থানীয় শুল্ক অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
আরএ