সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাইবান্ধার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস বেগমের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অভিযোগের ঘটনার তদন্তের প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
গাইবান্ধা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস বেগমের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগের তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি শাখা) কে নির্দেশ প্রদান করেছেন সহকারী কমিশনার সাধারণ শাখা মো. মোস্তাফিজুর রহমান।
গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে গাইবান্ধা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস বেগমের নানা অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সুবিধাবঞ্চিত ভুক্তভোগীদের পক্ষে গাইবান্ধা জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন শাহানা ইয়াসমিন লাকী।
অভিযোগে তিনি উল্লেখ করেন, নার্গিস বেগম ২০১৮ সালে গাইবান্ধা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে কর্মকর্তা হিসেবে যোগদান করার পর থেকে তিনি জেলার প্রকৃত সুবিধাবঞ্চিত অসহায়, বেকার ও উদ্যোক্তাদের সুবিধাভোগীর তালিকা থেকে বাদ দিয়ে তার মনোনিত পারিবারিকভাবে সচ্ছল এবং দালাল শ্রেণির নারীদের তালিকা প্রস্তুত করে বিভিন্ন সরকারি সুবিধা প্রদান করে আসছে। এছাড়া বারবার একই ব্যক্তিদের দিয়ে সুবিধাভোগীদের তালিকা প্রস্তুত করেন তিনি। শুধু তাই নয় অত্র অফিসে কর্মরত অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ সুবিধাভোগীদের নামের বিভিন্ন বরাদ্দের অংশের অর্থ নিজেদের পকেটে ভরান।
অভিযোগে আরও উল্লেখ রয়েছে, সরকার দলীয় লোকজনদের যোগসাজসে দীর্ঘ প্রায় ৬ বছরের অধিক সময় একই দপ্তরে অবস্থান করার কারণে এই নার্গিস বেগম জেলা পর্যায়ের একজন নারী মাফিয়া কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার এই সকল অনিয়ম ও দুর্নীতির কেউ প্রতিবাদ করতে গেলে তিনি প্রতিবাদকারীকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন। এছাড়াও সাধারণ সেবা গ্রহীতাগণসহ তার অধিনস্ত সহকর্মীদের সাথে খারাপ আচরণ করেন বলেও অভিযোগ উঠেছে নার্গিস বেগমের বিরুদ্ধে।
এদিকে এই অভিযোগের সূত্র ধরে সামগ্রিক বিভিন্ন সংবাদ প্রতিবেদনে উঠে এসেছে নার্গিস বেগমের বিরুদ্ধে।
উক্ত ঘটনায় সহকারী কমিশনার সাধারণ শাখা মো. মোস্তাফিজুর রহমান কর্তৃক তদন্তের নির্দেশ প্রদান করায় আনন্দিত ভুক্তভোগীরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত কর্মকর্তা নার্গিস বেগমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ এমনটি প্রত্যাশা সবার।
আরএ