সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পার্বত্যাঞ্চলের মানুষ শান্তিপ্রিয়, আর সরকারও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে সহযোগিতা করছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের অংশ হিসেবে অন্তত ৫ শতাধিক পরিবারের মাঝে আর্থিক সহায়তা, ডেউটিন, সেলাই মেশিন, সার বীজ বিতরণসহ ৮শ’ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণকালে এসব কথা বলেন ২৪ পদাতিক ডিভিশনের জি. ও. সি মেজর জেনারেল মো. মাইনুর রহমান।
তিনি আরও বলেন, আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের যেকোনো দুর্যোগ মোকাবিলা করা সম্ভব হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম, লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল তাজুল ইসলামসহ সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আরএ