সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন ১৫ জন ডেঙ্গুরোগী ভর্তিসহ মোট ভর্তি রয়েছেন ৩২ জন। ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন হালুয়াঘাট উপজেলার নাগলা এলাকার মো. মোস্তফা (৬৫) এবং গফরগাঁও উপজেলার পাঁচবাগ এলাকার নাছিমা আক্তার (৩৫) মারা যান। এনিয়ে চলতি বছরে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন বলেন, ডেঙ্গু ইউনিটে রোববার বিকেলে একজন এবং রাতে আরেকজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তিসহ ওয়ার্ডে ৩২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ২৬ জন পুরুষ, পাঁচজন নারী এবং একজন শিশু।
তিনি আরও বলেন, ডেঙ্গু আক্রান্ত বেশিরভাগ রোগী ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুর থেকে আসা। আতঙ্কিত না হয়ে সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু প্রতিরোধ করতে হবে।
আরএ