সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নইম উদ্দিন সেন্টুকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা।
সোমবার (৩০ সেপ্টোম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ইউনিয়ন পরিষদে তার নিজ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো আজও চেয়ারম্যান সেন্টু তার নিজ কার্যালয়ে বসে কাজ করছিলেন। হঠাৎ সকাল সাড়ে ১১ টার দিকে ৫/৬ জন অস্ত্রধারী দূর্বৃত্ত ইউপি কার্যালয়ে প্রবেশ করে সেন্টু চেয়ারম্যানকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনি তৎখনিক মারা যান তিনি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বেশ কয়েকটি বাড়ি ঘরেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনার সত্যতা স্বীকার করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে এবং তা নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে এখনো মরদেহটি উদ্ধার করতে পারেনি পুলিশ। পড়ে আছে ইউনিয়ন পরিষদ কার্যালয়েই।
কে