সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফেনী জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে ফেনী শহরের বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আমরা-২১ চট্টগ্রাম ইউনিভার্সিটি বন্ধুদের আয়োজনে এই সহায়তা প্রদান করা হয়।
এসময় আমরা-২১ চট্টগ্রাম ইউনিভার্সিটির সভাপতি মোহাম্মদ ফারুক ও সম্পাদক আহমেদ জহিরসহ ২১ ব্যাচের বন্ধু ও ক্ষতিগ্রস্তরা উপস্থিত ছিলেন।
আমরা-২১ চট্টগ্রাম ইউনিভার্সিটির সভাপতি মোহাম্মদ ফারুক জানান, আমাদের বন্ধুদের সহযোগিতায় ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৫টি পরিবারকে ২৫ হাজার টাকা করে প্রায় ৯ লাখ টাকা ও ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১ হাজার ৩৫০ পিস খাতা দেওয়া হয়েছে। যাতে করে ক্ষতিগ্রস্তরা এই অর্থ দিয়ে তাদের ঘরবাড়ি পুনর্বাসনে ব্যবহার করতে পারে।
আরএ