সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুমিল্লায় মানব চোরাকারবারীসহ ৪ জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণপাড়া উপজেলার নারায়ণপুর সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার নারায়ণপুর গ্রামের ফয়েজ আহমেদের ছেলে মো. আপন মিয়া (২২), হবিগঞ্জের নবীগঞ্জ থানার শতকবাজার এলাকার জয়তুন মিয়ার ছেলে মো. বজলুল আমিন, একই এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে মো. মামুন মিয়া, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নারায়ণপুর এলাকার মো. মনির মিয়ার ছেলে মো. তারিকুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (৬০ বিজিবি) সুলতানপুর ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার।
কর্নেল জব্বার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শশীদল বিওপির টহল দল সীমান্ত এলাকায় টহল পরিচালনাকালে নারায়নপুর এলাকা থেকে মানব চোরাচালানকারী সদস্য মো. আপন মিয়াসহ ৩ জন বাংলাদেশি নাগরিককে পাসপোর্টবিহীন অবস্থায় আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ব্যবহৃত ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরএ