সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সম্প্রতি ভারতীয় পুরোহিত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি ও বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুরের মুসলিম জনতা।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুমা চকবাজার মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তিঁতাখা জামে মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়। এতে অংশ নেন জেলার সর্বস্তরের মুসল্লিরা। সমাবেশে ‘আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবী মোস্তফা’, ‘বিশ্ব নবীর অপমান, সইবে নারে মুসলমান’,সহ বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান দেন বিক্ষোভকারীরা।
এ সময় বক্তারা বলেন,ভারত প্রতিবারের ন্যায় এই সময়ে ইসলাম এবং রাসুল (সা.) কে কটুক্তি করে। আমরা শান্তিকামী মুসলিমরা এর বিচারের দাবি জানাই, তারা ভুলে গিয়েছে আমাদের ইতিহাস, রাসুল(সা.) সম্মান রক্ষার্থে প্রয়োজন হলে আরেকটি যুদ্ধ করব। এর সুষ্ঠ বিচার না হলে ভারত অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি দেন তারা। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এফএইচ