সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে মো. অবির মাঝি (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার কুমারখালীতে এ ঘটনা ঘটে।
নিহত ওই তরুণ সদর উপজেলার চুঙ্গাপাশা গ্রামের মো. খলিলুর রহমান মাঝির ছেলে।
বিষয়টি দূর্গাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও চুঙ্গাপাশার ইউপি সদস্য মো. আনিসুর রহমান নিশ্চিত করে বলেন, নিহ ওই তরুণ কুমারখালীর একটি কৃষি ফার্মে কাজ করতো। সে কিছুটা প্রতিবন্ধী ছিল। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওই ফার্মের দুইটি গরু বিদ্যুতের ছিড়ে পড়া তারে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। ওই দৃশ্য দেখে ওই তরুণ এগিয়ে গেলে সেও বিদ্যুতায়িত হয়। পরে তাকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোবহান হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরএ