সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মাদারীপুরের শিবচরে অটো গাড়ির ধাক্কায় এক ইউপি সদস্য নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মো. কাশেম ফকির (৫৫) ইউনিয়ন পরিষদে কাজ শেষ করে পরিষদের সামনে দাঁড়িয়ে পরিচিত একজনের সঙ্গে কথা বলছিল। এসময় একটি ব্যাটারিচালিত অটো গাড়ি তাকে ধাক্কা দিলে কাশেম ফকির ছিটকে রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। খবর পেয়ে সন্ধ্যায় শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত মো. কাশেম ফকির কাঁঠালবাড়ি ইউনিয়নের মাগুরখন্ড গ্রামের হাজী ইয়াসিন ফকিরের ছেলে।
নিহতের চাচাতো ভাই সৌরভ ফকির বলেন, আমার ভাই পরিষদে একটি সালিশ শেষে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় একটি অটো তাকে ধাক্কা দিলে তার মৃত্যু হয়।
শিবচর থানার ওসি মোক্তার হোসেন বলেন, নিহত ইউপি সদস্য রাস্তার পাশে দাঁড়িয়ে পরিচিত একজনের সঙ্গে কথা বলছিল। এসময় একটি অটো তাকে ধাক্কা দিলে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরএ